পশ্চিম মেদিনীপুর,২০ ফেব্রুয়ারি:- বেআইনি বোল্ডার খাদানের গাড়িতে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।বুধবার রাতে নিয়মিত অভিযানে যায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাহাচক এলাকায় একটি বোল্ডার বোঝাই লরি দেখতে পেয়ে তার পিছু ধাওয়া করার সময় এলাকার দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এক রেভিনিউ অফিসার গুরুতর জখম হয়। এলাকার প্রভাবশালী মুসলেম নামের এক ব্যক্তি সহ ৫০জন আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছে একধিক সরকারি আধিকারিক। আহতদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শেখ ইয়াসিনের শারীরিক অবনতি হওয়ায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।