এই মুহূর্তে জেলা

মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় বিজেপির বিক্ষোভ।


হাওড়া , ২২ আগস্ট:- রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার দুপুরে হাওড়া থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। দলের এই কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ সাহা সহ নেতৃবৃন্দ। প্রচুর কর্মী সমর্থক নিয়ে মিছিল আসার আগেই পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয়। এরপর বিজেপি কর্মীরা রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করেন। সায়ন্তন বসু বলেন, বিজেপি করার অপরাধে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

আদালতে জামিন পাওয়ার পরেও বিজেপি কার্যকর্তাদের অন্য অন্য মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আমাদেরও সহ্যের একটা সীমা আছে। আমরা যদি প্রতিশোধ নিতে শুরু করি তাহলে তৃণমূলের কোনও নেতা কর্মী জেলের বাইরে থাকবে না। প্রমোদ দুবে’কে না ছাড়া হলে আগামী দিনে পুনরায় আরও কর্মী এনে আন্দোলন করা হবে। তখন মহামারী আইন মানব না। হাওড়াতেও আগামী ৪ তারিখ জেলাশাসক ও পুলিশ সুপারের অফিস ঘেরাও হবে। রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশি সন্ত্রাস চলছে। বেছে বেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। পুলিশ চুড়ি পরে দাঁড়িয়ে রয়েছে।