হুগলি , ২২ আগস্ট:- গনেশ পুজোর মধ্যে দিয়ে পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা করলেন উদ্যোক্তারা । শনিবার শেওড়াফুলি সরকার পাড়ার মন্দিরে পুজা পাঠের মধ্যে গনেশ পুজো করা হয়।পুজো কমিটির উদ্যোক্তা সুবীর ঘোষ বলেন ,’স্থায়ী মন্দিরে সাত বছর ধরে পুজো হয় ।গোটা শেওড়াফুলির সমস্ত মানুষ পুজোতে অংশ নেন ।আমরা স্বাস্থবিধি মেনে মন্দিরে গনেশ পুজোকে বিশ্ববাসী কে করোনা মুক্ত করার প্রার্থনা করেছি’।