এই মুহূর্তে জেলা

ফেসবুকের পোষ্ট দেখে উদ্ধার কিশোরী ব্যান্ডেলে।

সুদীপ দাস , ১ জুলাই:- ফেসবুকের পোষ্ট দেখে রেলওয়ে প্লাটফর্ম থেকে এক কিশোরীকে (প্রমানস্বাপেক্ষ তরুনীও হতে পারে) উদ্ধার করলো ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেল স্টেশনে। দিনকয়েক ধরে ওই স্টেশনে একটি মেয়েকে দেখা যচ্ছিলো। সম্প্রতি মেয়েটির ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট করেন জনৈক মহিলা। সেই পোষ্ট দেখেই মেয়েটিকে উদ্ধারে উদ্যোগী হয় ডালসা। বৃহস্পতিবার বিকেলে ডালসার সদস্যরা উপস্থিত হন ব্যান্ডেল স্টেশনে। খবর পেয়ে সেখানে পৌঁছয় হুগলী ইচ্ছে পূরণে প্রয়াস নামক একটি স্বেচ্ছােবী সংগঠনও। এরপর স্টেশন কর্তৃপক্ষ ও রেল পুলিশের সহযোগীতায় এদিন সন্ধ্যায় মেয়েটিকে চুঁচুড়া হাসপাতালে। হিন্দীভাষী মেয়েটির কথায় অস্পষ্টতা রয়েছে। তবে সে তাঁর নাম রিমঝিম বলে জানায়। পাশাপাশি সে জাঙ্গি নামক যে ঠিকানা জানিয়েছে গুগলে সেই নাম ঝাড়খন্ডে দেখাচ্ছে। এবিষয়ে ডালসার পক্ষে জোয়ালা মাহাতো বলেন আপাতত চিকিৎসার জন্য মেয়েটি চুঁচুড়া হাসপাতালে থাকবে। ডাক্তারি পরীক্ষা করে তাঁর বয়স ১৮-র নীচে হয় তাহলে তাঁকে হোমে পাঠিয়ে তাঁর ঠিকানা খোঁজা হবে। এবং সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।