এই মুহূর্তে জেলা

স্ত্রীর রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী’ এক বৃদ্ধ।

হাওড়া , ২০ আগস্ট:- স্ত্রীর রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী’ এক বৃদ্ধ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায়। স্থানীয় সূত্রে খবর সালকিয়া হরগঞ্জ বাজারে ফুলের দোকানের মালিক ধনঞ্জয় দাস(৮0) স্ত্রী এবং সন্তান নিয়ে বাড়িতেই থাকতেন। গত ১২ বছর ধরে তার স্ত্রী বাসন্তী দাস(৭0) পক্ষাঘাতের কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন। স্ত্রীকে নিয়মিত সেবা শুশ্রুষা করতেন ধনঞ্জয়বাবু। গত কাল রাতে তার ছেলে তাপস দাস অফিস থেকে ঘরে ফিরে দেখেন তার বাবার ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতর অন্ধকার।

দরজা খুলে তিনি দেখেন তার মা বিছানায় মৃত অবস্থায় শুয়ে আছেন। আর বাবা সিলিং ফ্যান থেকে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে। এরপর তিনি বাড়ির লোকেদের খবর দেন। ছুটে আসেন প্রতিবেশীরা। পরে ঘটনাস্থলে ছুটে আসে মালিপচঘরা থানার পুলিশ। দেহ উদ্ধারের পর বিছানা থেকে উদ্ধার করে একটি সুইসাইড নোট। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীর অসুস্থতার কারণে ওই বৃদ্ধ দীর্ঘ দিন মানসিক অবসাদে ভুগছিলেন। তা থেকেই এই ঘটনা।