এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের ডিসি সৌম্য রায়কে সরানো হলো।

কলকাতা, ২ এপ্রিল:- বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়স্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। সেইসময় সৌম্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সামনে এসেছে তাতে স্পষ্ট করে উলেখ্য করা হয়েছে, সৌম্য রায়কে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করা হবে। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনের কোনও কাজের যুক্ত থাকতে পারবেন না। এর আগেও গত বিধানসভা নির্বাচনে সৌম্য রায়কে সরানো হয়েছিল। যেহেতু সৌম্য রায়ের স্ত্রী লাভলী মৈত্র শাসকদল তৃণমূলের সোনারপুর দক্ষিণের বিধায়ক তাই তথ্য সৌম্য রায়ের কাছে থাকতে পারে এবং তা নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে বলেই মনে করেছে কমিশন।

পরিবর্তে কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি সৌম্য রায়কে কোনও অ-নির্বাচনী কোনও পদে রাখতে হবে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিয়োগ করতে হবে, এমনটাও স্পষ্টভাবে জানিয়েছে কমিশন। এছাড়াও তিনি রাজ্য সরকারের হয়ে একাধিক কাজ করেছেন, এমনটাও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগামিকাল ৩ এপ্রিল বেলা তিনটের মধ্যে তিনজন আধিকারিকের নাম সুপারিশ করে নবান্নকে পাঠাতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকার অপসারিত অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অমিত রায় চৌধুরীর জায়গায় তিনজন আধিকারিকের নাম কমিশনকে পাঠিয়েছে।এরা হলেন। দিব্যেন্দু দাস দেবল কুমার ঘোষ এবং একলাখ ইসলাম। অপরদিকে যুগ্ম মুখ্য নির্বাচন অধিকারীক রাহুল নাথের জায়গায় যুগ্ম সচিব পদমর্যাদার তিন অফিসার এর নাম কমিশনে পাঠিয়েছে। এরা হলেন, দেবাশীষ চট্টোপাধ্যায়, রঞ্জন চক্রবর্তী এবং প্রদীপ আচার্য।