চিরঞ্জিত ঘোষ , ১৯ আগস্ট:- করোনার মহামারী থেকে যাতে মানবসমাজ মুক্ত হতে পারে তার জন্য কৌশিকী অমাবস্যার রাতে হুগলির ডানকুনি হাউসিং এর আবাসিকবৃন্দ মহা সমারোহে এই দিনটি পালন করলেন । ডানকুনি পুরসভার অন্যতম প্রশাসক দেবাশিস মুখোপাধ্যায় জানালেন আজকের দিনে সাধক বামাখাপা মা তারার সাধনা করে মোক্ষলাভ করেছিলেন । তাই প্রতিবছর এই দিনটি সারা ভারতবর্ষজুড়ে তথা তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয় । কিন্তু এবছর করোনার আবহে সবকিছু বন্ধ রয়েছে । বন্ধ রয়েছে তারাপীঠ মন্দিরের দরজা । তার জন্যই আমরা ডানকুনির অধিবাসীবৃন্দ যাতে এই করোনার মতন মহামারী থেকে মা সকলকে মুক্ত করেন তার জন্যেই এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছি । ১০০৮ টি বেলপাতা ১০০৮ সমৃদ্ধি এবং প্রচুর পরিমাণে বেল কাঠ দিয়ে যজ্ঞ হচ্ছে ।
দেবাশিসবাবু বক্তব্য আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমরা হিন্দুরা তেত্রিশ কোটি দেব দেবীর পুজো করি , এবং আমরা দেবতার কাছে প্রার্থনা করি যে কোন বিপদে মা আমাদের রক্ষা করবেন । তার জন্যই আমরা এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছে । সন্ধ্যা থেকে ডানকুনি আবাসনের যারা আবাসিক আছেন তারা শুদ্ধাচারে এই যজ্ঞ এবং মধ্যরাত অবধি মায়ের আরাধনা করেন। এ ব্যাপারে বলতে গিয়ে ডানকুনি আবাসিকের বাসিন্দা মৌমিতা চক্রবর্তী বলেন যে বিজ্ঞান এবং ভগবান কোনটাই কেউ কাউকে বাদ দিয়ে হতে পারে না ।এবং একে অপরের পরিপূরক । যার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এই মহামারী থেকে মা আমাদের অচিরেই সকলকে মুক্ত করবেন । এবং আবার দেখতে পাবো সুস্থ পৃথিবীর। ঝড় থেমে গিয়ে সুস্থ ধরণী যে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবেন।