এই মুহূর্তে জেলা

ভাঙন অব্যাহত , তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি , সেইসঙ্গে বাসস্থানের ঘর।


নদীয়া , ১৮ আগস্ট:- এখনো গঙ্গা ভাঙন অব্যাহত । তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি। সেইসঙ্গে বাসস্থানের ঘর । চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার তীরবর্তী অবস্থানকারী কয়েকশো পরিবারের । এবার নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । সূত্রের খবর ,নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে । বর্ষা শুরু হতেই গঙ্গার জলের গতি এবং পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় । সেই কারণে প্রতিবছর বর্ষা এলেই বিঘা বিঘা চাষের জমি দিনের পর দিন চলে যায় । এবছর তার ব্যতিক্রম নয় । প্রায়ই নিত্যদিন একে একে চলে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি ।

গ্রামবাসীরা যেখানে বসবাস করেন সীমানা ভাঙতে ভাঙতে কাছে চলে এসেছে । এইভাবে ভাঙতে থাকলে দিন কয়েকের মধ্যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো গ্রামটাই । স্থানীয়দের অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি । মাঝেমধ্যে সামান্য কিছু বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাধানোর চেষ্টা করা হয় । কিন্তু তাও আবার কিছুদিনের মধ্যে তলিয়ে যায় । একদিকে করোনার কারনে লকডাউন অবস্থায় কাজকর্ম বন্ধ । তাই চাষীদের মূলত ফসলের উপর এই জীবিকা নির্ভর করে । সেই চাষের জমি তলিয়ে যাওয়ায় আরও দুর্বিষহ হয়ে পড়েছে তাদের বেঁচে থাকা।