সুদীপ দাস , ১৫ আগস্ট:- হিন্দু জাগরন মঞ্চের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার চুঁচুড়ার খাদিনামোড়ে। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি মঞ্চের সদস্যদের। কিছুটা দূর এগিয়ে পুলিশের বাঁধার মুখে পরে পিছু হটতে হলো হিন্দু জাগরন মঞ্চকে। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরন মঞ্চের চুঁচুড়া কমিটির উদ্যোগে খাদিনামোড় থেকে ৩০০ ফুটের তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তবে কোভিডের কারন দেখিয়ে এই যাত্রার অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও নিজেদের কর্মসুচিতে অবিচল ছিলো হিন্দু জাগরন মঞ্চ। ঘোষনা মত সকাল সাড়ে ন’টা নাগাদ খাদিনামোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশাল পুলিশ বাহিনীর সামনেই ৩০০ ফুটের পতাকা নিয়ে শোভাযাত্রা শুরু হয়।
সঙ্গে সঙ্গেই পুলিশের বাঁধার মুখে পরে মঞ্চের সদস্যরা। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। রিতিমত পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে তাঁরা। কিছুটা দূর এগিয়ে অবশ্য পুলিশি বাঁধা আর টপকাতে পারেনি মঞ্চের সদস্যরা। সেখানে বেশকিছুক্ষন পুলিশের সাথে বচসা চলার পর তাঁদের কর্মসূচি শেষ করে দেয় হিন্দু জাগরন মঞ্চ। এবিষয়ে হিন্দু জাগরন মঞ্চের হুগলি জেলার সম্পাদক পিযুষ ব্যানার্জী বলেন ভিঢ় করে তৃণমূলের অনুষ্ঠান হলে পুলিশের কোন আপত্তি নেই। আর আমরা অনুষ্ঠান করলেই পুলিশ জমায়েত দেখতে পান। যদিও এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন আমরা সরকারী নিয়ম নীতি মেনেই অনুষ্ঠান করি।