এই মুহূর্তে জেলা

ধর্ষন করে খুনের অভিযোগে উত্তপ্ত চোপড়া , প্রতিবাদে বাসে আগুন বিক্ষোভকারীদের।

চোপড়া , ১৯ জুলাই:- কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে খন্ডযুদ্ধ অবরোধ কারীদের। সরকারি বাসে আগুন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালনার ঘটনায় রনক্ষেত্রের চেহারা নেয় চোপড়ার সোনাপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের বসলামপুর গ্রামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা ওই কিশোরীকে ধর্ষন করে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়ার সোনাপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর চোপড়া থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে অবরোধ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। এরপরই পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত বিক্ষোভকারীরা রাস্তায় থাকা সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ ওঠে গুলি চালনার। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইসলামপুর পুলিশ জেলার কমব্যাট ফোর্স ও র‍্যাফ নামানো হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী । এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।