এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।

হাওড়া , ১২ আগস্ট:- মঙ্গলবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠের মূল মন্দিরে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। এই বছর করোনা পরিস্থিতির কারণে সাধারণের জন্য মঠ বন্ধ রাখা হয়েছে গত ১ আগস্ট থেকে । এই বছর দুর্গাপুজোতেও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে মঠ কর্তৃপক্ষের। সেজন্য মঠ চত্ত্বরে লাখো ভক্তের ভিড় নিয়ন্ত্রণে পুজোয় দর্শনার্থী নিয়ন্ত্রণও উদ্যোক্তাদের পরিকল্পনায় আছে বলে জানা গেছে। কাঠামো পুজোর খবরে স্বস্তি ফিরেছে মঠের ভক্তদের মুখে। করোনার আবহেও মঠে যে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।