স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- মোহনবাগান , ইস্টবেঙ্গল ও মহামেডান , তিন প্রধানকে নিয়ে বুধবার বিকেলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য ক্রীড়া দপ্তরের বৈঠক ডাকা হয়েছে । মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু , ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও মহামেডানের এক কর্তা জানিয়ছেন , তারা বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না । তবে তারা সভায় যোগ দিচ্ছেন । তিন প্রধানের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে । যদিও কালকের বৈঠকে রাজ্য ফুটবল সংস্থা থাকতে পারছে না বলে জানিয়েছে । আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ,’অনেক আগে থেকে আইএফএ-র একটি বৈঠক ডাকা ছিল । সেই মিটিং স্থগিত রাখা সম্ভব নয় ।’ উল্লেখ্য কোভিড পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অক্টোবরের আগে ময়দানে বল গড়ানো নিয়ে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না । কোভিড পরিস্থিতিতে ঘরোয়া লিগ শুরু করা ও সূচি নিয়েও ধন্ধ রয়েছে।