এই মুহূর্তে জেলা

করোনার ভয়ে ৩৭ বছর পর ফেরার আসামি বাড়ি ফিরতেই পুলিশের জালে।

সুদীপ দাস , ১০ আগস্ট:- তিন যুগেরও বেশি সময় ধরে ফেরার খুনের আসামিকে পুলিশের হাতে তুলে দিলো করোনা । ১৯৮৩ সালে চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় , প্রতিবেশী মহম্মদ ইসলামের সঙ্গে বিবাদ ও তাকে খুনের মামলায় অভিযোগে পুলিশ গ্রেফতার করে শেখ হাসেমকে । ঘটনার পরদিন কোর্টে তোলার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে কোর্ট চত্বর থেকেই ফেরার হয়ে যায় শেখ হাসেম । এরপর দীর্ঘদিন বহু খোঁজ করেও পুলিশের হাতে আসেনি ওই ব্যক্তি । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পাদ্রিপাড়ায় নিজের বাড়ি থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ । করোনা পরিস্থিতিতে নিজের পরিবারের সাথে দেখা করতেই ওই ব্যক্তি চন্দননগর এসেছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে । দীর্ঘ ৩৭ বছর পর ফেরার আসামি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী।