এই মুহূর্তে জেলা

কলেজ শিক্ষকের, “একলা চলো রে” অভিনব প্রচার সাইকেলে চেপে।

 

 নদীয়া,২ মে:- মুর্শিদাবাদের বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং এন, এস, এস- এর কো অর্ডিনেটর সুমিত ঘোষ। লকডাউনে তিনি এবার সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার অভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে দিচ্ছেন বিস্কুটের প্যাকেট। কখনো বা প্রচার, আবার কখনো শুকনো খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন অসহায় মানুষদের পাশে। আজ একইভাবে গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন একটি ইটভাটায় গিয়ে তাদের সচেতনতার সাথে ছোট ছোট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট দিতে দেখা গেল। আগামী দিনে তার ইচ্ছা অনুযায়ী প্রান্তিকের মধ্যে দুধের প্যাকেট দেওয়ার আশ্বাস দেন অধ্যাপক সুমিত ঘোষ। এছাড়াও কমিউনিটি কিচেন সেন্টার করে দুঃস্থ মানুষদর খাবার উদ্যোগ ও নিয়েছেন সুমিতবাবু ৷তার এই কাজে প্রসংসা সব মহলে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.