এই মুহূর্তে জেলা

লকডাউনকে উপেক্ষা করে দোকান খোলায় ডানকুনিতে আটক ৫৪।

চিরঞ্জিত ঘোষ , ৮ আগস্ট:- শনিবার সকাল থেকে রাজ্যের অন্যান্য স্থান গুলির সঙ্গে হুগলি জেলাতেও শুরু হয়েছে আগস্ট মাসের দ্বিতীয় সম্পূর্ণ লকডাউন । ডানকুনি থানার মোল্লাবের এলাকায় সকালেই লকডাউনকে উপেক্ষা করে বেশ কয়েকটি চায়ের দোকান খোলা থাকায় স্থানীয় মানুষ প্রতিবাদ করে । পড়ে থানায় খবর দিলে ডানকুনি থানার পুলিশ এসে দোকানগুলি বন্ধ করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে । এদিন সকাল থেকে হুগলি জেলার বিভিন্ন রাস্তাঘাট শুনশান । চলছে না যানবাহন , দোকানপাট গুলিও সম্পূর্ণ বন্ধ । বসেনি কাঁচা সবজির বাজার গুলিও। কেবলমাত্র ওষুধের দোকান খোলা রয়েছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কড়া ব্যবস্থা নেয়া হয়েছে ।

বিনা কারণে যারা রাস্তায় বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে । এদিন সকালের এই চিত্র হুগলি জেলার সর্বত্র। যেহেতু হুগলির একটা বিরাট অংশজুড়ে রয়েছে এখানকার শিল্পাঞ্চল তাই এখানকার যে সমস্ত ছোট-বড় কল-কারখানাগুলো রয়েছে সেগুলোর গেট খোলেনি । তার সঙ্গে বন্ধ রয়েছে জেলা সরকারি এবং বেসরকারি অফিসগুলিও। এখানকার যে সমস্ত বাস টার্মিনাল রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ । এই জেলার উপর দিয়ে বয়ে গেছে হুগলি নদী , এবং এখানে রয়েছে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া পর্যন্ত অনেকগুলি ফেরিঘাট । সেইফেরিঘাট গুলিও আজকে বন্ধ রয়েছে । এক কথায় বলতে গেলে সরকারের পক্ষ থেকে মহামারী করোনার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে সামিল হয়েছেন হুগলির আপামর জনসাধারণ।