হুগলি , ৭ আগস্ট:- করোনা আক্রান্ত মৃত দেহ দাহ করা হচ্ছে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় , এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাতে আরামবাগ-বন্দর রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পুলিশি আশ্বাসে অবরোধ তুললেও সারা রাত জেগে পাহারা দিল দারকেশ্বর নদ সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ঘটনা আরামবাগের ১নং ওয়ার্ডের গির্জা তলা এলাকায়। দ্বারকেশ্বর নদ সংলগ্ন পার্বতী চক, বৃন্দাবন পুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা দের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় মৃত দেহ সৎকার করা হচ্ছে এমনকি আধ পোড়া দেহ নদের জ্বলে ফেলা দেওয়া হচ্ছে ।
ফলে নদ সংলগ্ন গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন এবং তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে । গ্রামবাসীদের দাবি করোনা আক্রান্ত মৃতদেহ যাতে এই এলাকায় সৎকার না করা হয়। বৃস্পতিবার রাতে এলাকায় পুলিশ গাড়ি টহল দিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং আরামবাগ-বন্দর রোড অবরোধ করেন গ্রামবাসীরা।পুলিশি আশ্বাসে গত কাল রাতে অবরোধ তুলে নিলেও লাঠিসোটা নিয়ে সারা রায় পাহারায় বসেন গ্রামবাসীরা । একই দাবিতে আজ সকাল থেকেই আরামবাগ-বন্দর রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসেন গ্রামবাসীরা। ঘটনা স্থলে আরামবাগ থানার পুলিশ।