এই মুহূর্তে রাজ্য

১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার কেরলে।

সোজাসাপটা ডেস্ক , ৭ আগস্ট:- ১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার কেরলে, পাইলটের মৃত্যু উল্লেখ্য, এদিন সন্ধ্যে ৭ টা ৪০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান টি দুবাই থেক কেরলের কোঝিকোডে এসে অবতরণ করে। সেই সময়ই বিপত্তি ঘটে যায় । মুহূর্তে পিছলে যায় বিমান । ১৯০ জন যাত্রী ও আরও বেশ কিছু ক্রিউ সদস্য নিয়ে বিমানের ভিতরে ছিলেন। অসমর্থিত সূত্রের খবর , বিমানে থাকা যাত্রীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছ।