এই মুহূর্তে খেলাধুলা

ভিভোর সঙ্গে সম্পর্ক শেষ জানাল বিসিসিআই, চলছে নতুন স্পনসরের খোঁজ।


স্পোর্টস ডেস্ক , ৬ আগস্ট:- বিচ্ছেদের বিষয়ে এবার নিশ্চিত করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা মঙ্গলবারই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। সাফ জানাল, এ বছরের আইপিএলে চিনা সংস্থার সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। এ ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে বলেও জানানো হয়েছে। ভিভোর সিদ্ধান্তকে তারা সম্মান করে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখ্য এর আগে গত রবিবার আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পরে বিসিসিআই জানিয়েছেন চলতি বছরে টাইটেল স্পনসর হিসেবে ভিভোই থাকছে। তারপরেই বিসিসিআই এর সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রতিবাদ জানান হয়েছিল। আইপিএল দেখা বয়কট করার আবেদনও জানিয়েছিল একটি সংগঠন।

ভারতীয় বোর্ডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ঘরে-বাইরে চাপও বাড়তে থাকে। শেষমেশ এ বছরের আইপিএলের জন্য বিসিসিআই-এর সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা নিজে থেকেই ঘোষণা করে ভিভো। আর চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে বিচ্ছেদের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল বোর্ড। আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি ছিল বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। তবে আইপিএল শুরুর ঠিক আগেই এই বিচ্ছেদের ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন টাইটেল স্পনসরারের খোঁজে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। শিল্পপতি মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি এই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।