কলকাতা এই মুহূর্তে

উৎসশ্রী প্রকল্পে প্রায় দু হাজার শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের পছন্দসই স্কুলে বদলির সুযোগ করে দিতে চালু হওয়া ‘উৎস শ্রী’ প্রকল্পে প্রায় দুহাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর বদলির আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়েছে। প্রকল্প চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মিলিয়ে এই সংখ্যক আবেদন মঞ্জুর করা হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে খবর। উল্লেখ্য গত ৩১ শে জুলাই রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু উৎস শ্রী পোর্টাল চালু করেন। ওই দিন থেকেই রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষা কর্মীরা পোর্টালের মধ্যমে বদলির আবেদন জানানোর সুযোগ পান। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক স্তরে এখনও পর্যন্ত বদলির জন্য ২২৩১৭ টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ১৯৯২০জন শিক্ষক শিক্ষিকা বদলির জন্য আবেদন করেছেন।

এছাড়া আবেদনকারীদের তালিকায় রয়েছেন ৪৬৯ প্রধান শিক্ষক-শিক্ষিকা। এরমধ্যে ৮৯৫ জনের বদলির আবেদন মঞ্জুর করা হয়েছে। আরো ২১৩ জনের বদলির বিষয় মধ্যশিক্ষা পর্ষদ খুব শীঘ্রই নির্দেশিকা জারি করবে।শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ১৪২৩ জন শিক্ষাকর্মী সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকারা বদলির সুবিধা পেতে শুরু করেছেন। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি বদলির আবেদন জমা পড়েছে। যাদের মধ্যে ১৩০৮ জন শিক্ষক-শিক্ষিকার বদলির জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী মাসের শুরুতেই আরো কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার বদলির আবেদন মঞ্জুর হয়ে যেতে পারে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।