স্পোর্টস ডেস্ক , ৩১ জুলাই:- মহামেডানের নতুন হেড কোচ ইয়ান ল। ২৭ বছরের কলকাতার এই যুবক গত বছর আইলিগে পঞ্জাব এফসির কোচিং করিয়েছেন। এএফসি এ লাইসেন্সধারী এই কোচ এছাড়াও বিভিন্ন দলের কোচিং করিয়েছেন। দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইলিগে ওঠার জন্য এবার শক্তিশালী দল গড়ছে মহামেডান স্পোর্টিং। উইলিস প্লাজার মত ফুটবলারকে সই করিয়েছে তারা। ইয়ান ল’এর মতো তরুণ প্রতিভাবান কোচের হাতে দলের দায়িত্ব দিয়ে আশাবাদী সাদাকালো কর্তারা।
উল্লেখ্য অন্যদিকে বুধবার মোহনবাগান দিবসের দিনেই আগামী মরসুমের জন্য গোয়ার ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তার নাম কোচ হিসেবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-রও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলেরও কোচ ছিলেন তিনি। সহকারী কোচের দায়িত্ব সামলেছেন বাংলাদেশের শেখ রাসেল ক্লাবেরও।