এই মুহূর্তে খেলাধুলা

করোনার প্রভাবে প্রোটিয়ান ক্রিকেটারদের নিষেধাজ্ঞা।


স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, ডেল স্টেইন সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদের। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই কারণে প্রোটিয়া তারকারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেননি। তাঁদের দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত চার লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্রিকেটারদের দেশের বাইরে যেতে নিষেধ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। সেপ্টেম্বরের শেষে এই নিষেধাজ্ঞা উঠবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য আগামী রবিবার আইপিএল নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বিসিসিআই। ওই দিন বৈঠকে বসছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বৈঠক শেষে আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।