এই মুহূর্তে জেলা

ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে মৃত পাঁচ।


ঝাড়গ্রাম , ২০ জুলাই:- ঝাড়গ্রাম জেলায় তিন জায়গায় বাজ পড়ে পাঁচ জনের মৃত্যু।আশঙ্কাজনক আরও আনেকে ,আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।সোমবার দুফুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে চলছে নাগাড়ে বজ্রপাত। এদিন ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর,সাঁকরাইল ও জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ পাঁচ জনের। গোপিবল্লভপুরে বাজ পড়ে মত্যু হয়েছে বছর ৪৮ এর ক্ষিদিল মহাপাতত্রের । স্থানীয় সূত্রে জানা গেছে মহুলী গ্রামের বাসিন্দা ক্ষিদিল মহাপাত্র দুপুর বেলায় মেঘ দেখে বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে খোলা মাঠে গোরু আনতে গিয়ে বাজ পড়ে খোলা মাঠে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে সাঁকরাইলের ধানঘড়ি এলাকায় জমিতে ধান লাগাচ্ছিলেন ৬ জন মহিলা। তাদের উপর বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান শিবানী কালিন্দী (৩০) এবং ৩৫ বছর বয়সী জতন কালন্দি। আহতদের ভাঙাগড় হাসপাতালে আনা হয়েছে।এছাড়াও জাম্বনী তে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মু (৫০)।পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাচদা গ্রামে দু’জন জখম হয়েছেন। তাদের চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।