এই মুহূর্তে খেলাধুলা

করোনার ধাক্কা , চার বছরের জন্য বাতিল যুব অলিম্পিকের আসর।

স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- ভাইরাস ধাক্কায় এর আগে জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক স্থগিত করা হয়। টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার কোভিড ১৯ ভাইরাসের ধাক্কায় যুব অলিম্পিকের আসর চার বছরের জন্য পিছিয়ে দেওয়া হল। ২০২২ সালে সেনেগালের ডাকারে যুব অলিম্পিকের আসর বসার কথা ছিল । কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাচ যুব অলিম্পিক পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। টুর্নামেন্টটি নতুন করে ২০২৬ সালে আয়োজন করা হবে। এক দুবছর নয় ভাইরাসের ধাক্কায় টুর্নামেন্টটি একেবারে চার বছর পিছিয়ে দেওয়া হল । প্রসঙ্গত ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজন নিয়ে আগ্রহী ছিল ভারত। আইওসিকে গেমস আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় অলিম্পিক সংস্থা চিঠিও পাঠিয়েছিল। ভারতের সঙ্গে গেমস আয়োজনের দৌড়ে থাইল্যান্ড , রাশিয়া ও কলোম্বিয়ারও নাম ছিল। কিন্তু এখন ডাকার যুব অলিম্পিকের আসর পাকাপাকিভাবে স্থগিত হয়ে ২০২৬ সালে হতে চলায়, ঐ বছর ভারতের যুব অলিম্পিক আয়োজন করার স্বপ্ন ভেঙে চুরমার হল।