এই মুহূর্তে খেলাধুলা

লাইসেন্সিংয়ের জন্য অতিরিক্ত ৭ দিন সময় ইস্টবেঙ্গলকে।


স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করার জন্য ফেডারেশন চিঠি পাঠিয়েছিল। বেঙ্গালুরুতে কোয়েস অফিসে সেই চিঠি আসে। এরপর ক্লাবকে লাইসেন্সিংয়ের জন্য আইলিগ ও আইএসএলের অন্য ক্লাবগুলির মতো ১০ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের আগামী দিনে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। এরপর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিতে এই সময়সীমা বাড়়ানোর জন্য আবেদন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে দেওয়া চিঠিতে এও উল্লেখ করা হয় যে ৩১ জুলাইয়ের মধ্যে এনওসি পেয়ে যাবে ক্লাব।

প্রসঙ্গত কোয়েসের সঙ্গে ৩১ মে সম্পর্ক শেষ হলেও এখনও বিদায়ী বিনিয়োগকারীর থেকে ইস্টবেঙ্গল ক্লাব স্পোর্টিস রাইটস নিয়ে উঠতে পারেনি। ইস্টবেঙ্গলের চিঠি পেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে। ইস্টবেঙ্গলের আবেদনে এআইএফএফ সারা দিয়েছে। ফেডারেশন আগে ২৪ জুলাই পর্যন্ত লাইসেন্সিংয়ের দিন বেধে দিয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গলকে লাইসেন্সিংয়ের চুক্তি জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হল। অর্থাৎ ইস্টবেঙ্গল আরও ৭ দিন অতিরিক্ত সময় পেতে চলেছে।