স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে সুনীল ছেত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করতে চায় এআইএফএফ, তারই ইঙ্গিত দিয়েছেন সচিব কুশল দাস। সেক্ষেত্র আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় যুব ফুটবল দলের কোচদের সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা। অন্যদিকে ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে ফেডারেশন বিশেষ উদ্যোগ নিতে চলেছে বলে জানিয়েছেন সচিব কুশল দাস। তাঁর বক্তব্য, দেশের নির্বাচিত দশ থেকে বারো জন ফুটবল কোচকে আলাদা করে ট্রেনিং দেওয়া হতে পারে। প্রশিক্ষণ দেবেন বিশ্বমানের তথা কিংবদন্তি কোচেরা। এই ট্রেনিং বিদেশে হতে পারে বলে আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা কুশল দাস।
Related Articles
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলি জেলা শাসকের দপ্তরে।
সুদীপ দাস, ২৬ জানুয়ারি:- প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলী জেলাশাসক দপ্তর সংলগ্ন ময়দানে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। সঙ্গে ছিলেন হুগলী গ্রামীন পুলিশ সুপার আমনদীপ। পতাকা উত্তোলনের পর জেলাশাসক ও পুলিশ সুপার মাঠ পরিদর্শন করেন। এরপর গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয় জেলাশাসক ও পুলিশ […]
কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্যের প্রক্রিয়া শুরু।
হুগলি, ৮ ডিসেম্বর:- কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্য করতে সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে মাইকিং। সুপ্রীম কোর্টের আদেশক্রমে মৃত প্রত্যেক ব্যক্তিকে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যেই জেলার সব ব্লকে শুরু হয়েছে চেক দেওয়ার কাজ। সরকারী নির্দেশ অনুযায়ী কোভিডে মৃত ব্যক্তির শংসাপত্র, ভোটার ও আঁধার কার্ড, নিকট আত্মীয়ের ব্যাঙ্কের […]
মিড-ডে মিলের খিচুড়িতে মিললো ‘সরীসৃপ’ ! চাঞ্চল্য।
হাওড়া, ৯ জুলাই:- মিড-ডে মিলের খিচুড়িতে মিললো ‘সরীসৃপ’! এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার একটি অঙ্গনওয়াড়ী স্কুলে। খবর চাউর হতেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। অভিভাবকদের অভিযোগ, মিড-ডে মিলের খাবার এদিন পড়ুয়াদের দেওয়া হয়েছিল। পরিস্থিতি সরোজমিন করতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দফতরের মেডিকেল টিম। নিত্যদিনের মতো এদিনও অঙ্গনওয়াড়ী […]









