এই মুহূর্তে জেলা

বন্ধ বিশ্বভারতী ও শনিবারের হাট ! ধাক্কা পর্যটন শিল্পে !

বীরভূম , ১৫ জুলাই:- করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে লকডাউন এ বন্ধ বিশ্বভারতী শিক্ষাপ্রতিষ্ঠান ও শান্তিনিকেতনের সোনাঝুরির শনিবারের হাট! করোনার প্রকোপে বর্তমান বছরে বাতিল হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যশালী বসন্তোৎসবও! ফলে এক প্রকার দিশেহারা শান্তিনিকেতনের পর্যটন শিল্প! পর্যটন শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিরা জানাচ্ছেন মূলত: শান্তিনিকেতন ও সোনাঝুরির হাট এর ওপর অনেকটা নির্ভরশীল বোলপুরের পর্যটন শিল্প! করোনার আতঙ্কে পর্যটকশূন্য শান্তিনিকেতন! তাই অর্থনৈতিকভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যবসা! লকডাউন থেকে আনলক হওয়ার প্রক্রিয়া চালু হলেও বন্ধ পরিবহন! ফলে সমস্যা রয়ে গেছে সেই গভীরেই! সরকারের নিয়ম-নীতি মেনে পর্যটকদের আহ্বান জানিয়েছেন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বোলপুর শান্তিনিকেতনের সদস্যরা। তারা নিউজকে জানিয়েছেন তাঁদের সমস্যার কথা!