এই মুহূর্তে জেলা

আমফানে ক্ষতিপূরণ না পেয়ে কোথায় পঞ্চায়েতে তালা , কোথাও বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের।

সুদীপ দাস , শুভজিৎ ঘোষ,২৬ জুন:- আমফানে ক্ষতিগ্রস্তদের প্রকৃত তালিকার দাবীতে আজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তালা ঝোলালো বিজেপি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া ব্লকের সিমলাগর-ভিটাসীন গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী ক্ষতিগ্রস্তদের কোন তালিকা প্রকাশ না করে শুধুমাত্র নিজেদের লোকদের কাছে ত্রান পৌঁছে দিচ্ছে তৃণমূল। বারংবার বলেও কোন সুরাহা না হওয়ায় আজ বেজেপি কর্মী সমর্থকরা ওই পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়। পরে প্রশাসন এসে আগামী সোমবার ক্ষতিগ্রস্ত দের তালিকা প্রকাশের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

পাশাপাশি আমফানে ক্ষতিপূরনের তালিকায় নাম না ওঠায় পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেমনপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না পাঠিয়ে সদস্য তার ঘনিষ্ঠদের নাম পাঠিয়েছে ব্লকে। গতকাল ব্লক অফিস থেকে গ্রামে পরিদর্শনে আসেন ব্লকের অধিকারীরা। গ্রামের মানুষ জানতে পারেন যাদের কোনো ক্ষতিই হয়নি তাদের বাড়ি পরিদর্শন করেছে। এরপর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ সকালে একশো দিনের কাজ চলাকালীন পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীকে দেখতে পেয়ে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীর পঞ্চায়েত সদস্যার দাবি তিনি কোনো বেছে নাম পাঠান নি। যারা ক্ষতিগ্রস্ত তাদের নাম পাঠানো হয়েছে। এখানে বিজেপি , সিপিএম গ্রামকে উত্তেজিত করে তুলছে ভুল বুঝিয়ে ।