স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- তিন মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবারেই ব্রাজিলের রিয়ো দে জেনেইরোতে শুরু হল স্থানীয় ফুটবল লিগ কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্ল্যামেঙ্গো বনাম বাঙ্গু। অতিমারির মধ্যেই ফুটবল ফেরানোর সিদ্ধান্তকে প্রবল সমালোচনা করেছে ব্রাজিলের দুই বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স ও বোতাফোগো। তাদের সঙ্গেই এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন রোনাল্ডোও। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপজয়ী এই প্রাক্তন স্ট্রাইকার মাদ্রিদে এক অনুষ্ঠানে বলেন, ‘‘এই মুহূর্তে গোটা দেশের যা অবস্থা, তখন ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করে দেওয়ার সিদ্ধান্তের আমি বিরোধী।’’ যোগ করেন, ‘‘ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু তা করা হচ্ছে অতিমারির কথা বিবেচনা না করেই।’’ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণে বুধবারেই ব্রাজিলে মারা গিয়েছেন ১,২৬৯ জন। লাতিন আমেরিকার এই দেশে মারণ এই ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪৬,৫১০ জন। এই অতিমারির মধ্যেই ফুটবল ফিরল ব্রাজিলে। যার প্রবল সমালোচনা করলেন ব্রাজিলের বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডো লুইস নাজারিয়ো দা লিমা।
Related Articles
রাজ্যের আরও ৮ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
কলকাতা, ১৭ জানুয়ারি:- রাজ্যের আরও প্রায় ৮ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আবেদন জানানো রাজ্যের আরও ৭ লক্ষ ৮২ হাজার ২০২জন মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার ৬২জন। […]
সাইবার জালিয়াতির হাত থেকে মানুষকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের সচেতন করে তুলতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। মিলন মেলায় ওই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিপজ্জনক সাইবার লিঙ্ক চেনানোর পাশাপাশি সেই হানা থেক কি ভাবে বাঁচা যাবে তারও হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা […]
৫৩ কে জয় করে ৫৪ তে বিজয়।
তরুণ মুখোপাধ্যায়, ১৬ সেপ্টেম্বর:- আজ সোমবার ছিল রিষড়া পুরসভার পুর প্রধান তথা তৃণমূল নেতা বিজয় সাগর মিশ্রের ৫৪ তম জন্মদিন। এদিন সকাল থেকে তার বাড়িতে দল মত নির্বিশেষে অগণিত মানুষ এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান। এর মধ্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা যেমন ছিলেন এর সঙ্গে সঙ্গে তার সতীর্থ পুর সদস্যগণ ও তাকে জন্মদিনের […]