হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তবে,দিল্লিতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন ঠিক বলতে পারছিনা। খুবই ব্যস্ততা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে আঞ্চলিক দল আছে নির্বাচন হলে তাঁরাই জিতছে।
যেখানে আঞ্চলিক দল নেই সেখানে কংগ্রেস জিতছে। এর সাহায্যে প্রমাণিত হচ্ছে মানুষ বিজেপিকে চায় না।বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে।দেশকে বিভাজন করতে চাইছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেইজন্যই দিল্লিতে মানুষ বিজেপিকে উৎখাত করেছে। এই সাফল্যের জন্য তিনি কেজরিওয়ালকে ও দিল্লির জনতাকে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি খুব খুশি যে দিল্লিতে আপ জিতেছে। বিজেপির পরাজয় হয়েছে। এরপর আমি আশা করব বিজেপি ক্যা, এনপিআর, এনআরসি এগুলো প্রত্যাহার করবে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং ইকনোমিক্যালি কাজ করবে।Related Articles
১০০ শতাংশ প্রতিবন্ধীর উঠছে না হাতের ছাপ , “আধার” না পেয়ে আঁধারে পোলিও আক্রান্ত তাপস !
সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- বিধাতার নিষ্ঠুর পরিহাস বলতে বোধহয় একেই বোঝায়। সেই বছর তিনেক বয়সে মা হারিয়েছেন। ৫বছর বয়স থেকেই শারিরীক সমস্যা শুরু। আর মাত্র ৮বছর বয়সে বাবাও চোখ বুঝলেন। তখন সম্বল শুধুমাত্র বছর দশেকের বড় একমাত্র দাদা। ভাইয়ের কথা চিন্তা করে কিশোর বয়সেই বিয়েটা করে ফেলেন দাদা। সেই থেকে আজ অবধি ভাইয়ের সর্বক্ষনের সঙ্গী […]
খিদিরপুরের পরিবহন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হাওড়ায়। খুন কিনা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ২।
হাওড়া , ২৬ জুন:- কলকাতার খিদিরপুরের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী আশিস কুমার সিং(৪৫)কে রক্তাক্ত অবস্থায় হাওড়ার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিসবাবু হাওড়া থানা এলাকায় কবিতা নামের এক মহিলার বাড়িতে আসা যাওয়া করতেন। গত প্রায় তিন বছর ধরেই ওই […]
দ্বিতীয় দফার থেকে ভোট কম পড়েছে তৃতীয় দফায়।
কলকাতা , ৭ এপ্রিল:-রাজ্যে দ্বিতীয় দফার চেয়ে তৃতীয় দফায় কম ভোট পড়েছে। মঙ্গলবার তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় ভোট পড়েছে ৮৫ দশমিক ৫১ শতাংশ। আর কেন্দ্রওয়াড়ি হিসেব বলছে, সবচেয়ে কম ভোট পড়েছে হুগলির খানাকুলে। ওই কেন্দ্রে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৫ শতাংশ […]