এই মুহূর্তে জেলা

দিল্লিতে আপ-এর বিপুল জয়ে কেজরিওয়ালকে শুভেচ্ছা মমতার।

হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তবে,দিল্লিতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন ঠিক বলতে পারছিনা। খুবই ব্যস্ততা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে আঞ্চলিক দল আছে নির্বাচন হলে তাঁরাই জিতছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                              যেখানে আঞ্চলিক দল নেই সেখানে কংগ্রেস জিতছে। এর সাহায্যে প্রমাণিত হচ্ছে মানুষ বিজেপিকে চায় না।বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে।দেশকে বিভাজন করতে চাইছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেইজন্যই দিল্লিতে মানুষ বিজেপিকে উৎখাত করেছে। এই সাফল্যের জন্য তিনি কেজরিওয়ালকে ও দিল্লির জনতাকে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি খুব খুশি যে দিল্লিতে আপ জিতেছে। বিজেপির পরাজয় হয়েছে। এরপর আমি আশা করব বিজেপি ক্যা, এনপিআর, এনআরসি এগুলো প্রত্যাহার করবে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং ইকনোমিক্যালি কাজ করবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.