এই মুহূর্তে জেলা

প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি সারমেয়র,উদ্ধার করে নতুন জীবন দিলেন দুই পশুপ্রেমী।

হুগলি, ১৫ এপ্রিল:- খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি, এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়কে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশু প্রেমী। নতুন জীবন পেয়ে কৃতজ্ঞতা জানায় সারমেয়টিও। ভৌ-উ-উ- উ করে ডেকে উঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে। হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়ে দেয় গত ৮ এপ্রিল। বিপদ ঘটতে সময় নেয়নি সারমেয় টির। গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে।অনেকে বিষয়টি দেখেও এগিয়ে আসেনি। রবিবার সন্ধ্যায় এই বেদনা দায়ক ঘটনাটি চোখে পড়ে জিরাট হাট তলার বাসিন্দা টোটো চালক ও পশু প্রেমী প্রমথ বিশ্বাসের। তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম মিলন গরের বাসিন্দা পশু প্রেমী ও বলা গড় নির্বাক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে। তৎক্ষণাৎ বনমালী পৌঁছে যান জিরাট হাট তলায় সারমেয় টিকে উদ্বার করতে।বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় জারটি কাঁচি দিয়ে কেটে সারমেয়টিকে নতুন জীবন দেন।

এরপর খাবার ও জল দেওয়া হয় সারমেয়টিকে। কৃতজ্ঞতা জানতে ভোলেনি পথ সারমেয় টি ও। উদ্ধার কারী বনমালির বাইকের পিছু নেয় সে। বেশ কিছুটা রাস্তা তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসে। প্রমথ বিশ্বাস বলেন, আমি টোটো নিয়ে যাওয়ার সময় দেখতে পাই। স্থানীয়রা জানায় এক সপ্তাহ ধরে সারমেয়টি এই অবস্থায় আছে আমি বনমালিকে খবর দিই। বনমালী তপাদার বলেন, প্লাস্টিকের বয়েম আটকে যাওয়ায় জল খাবার কিছুই খেতে পারছিল না পথ সারমেয়টি। আমি খবর পেয়ে পোস্ট অফিস পাড়ায় যাই কয়েকজনের সাহায্যে বয়েমটি মুখ থেকে খুলে দিই।এখন সারমেয়টি সুস্থ আছে। মাস খানেক আগে ধনিয়াখালীর ফিডার রোডে একই রকম ভাবে প্লাস্টিক জার আগে বিপদে পড়েছিল একটি সারমেয়। তাকে স্থানীয়দের সাহায্যে বাঁচান পশু প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। বারবার একই ধরনের ঘটনা ঘটলেও যারা প্লাস্টিকের জার বা কৌটো বাইরে ফেলে রাখেন তাদের হুশ ফেরে না।