স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- তিন মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবারেই ব্রাজিলের রিয়ো দে জেনেইরোতে শুরু হল স্থানীয় ফুটবল লিগ কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্ল্যামেঙ্গো বনাম বাঙ্গু। অতিমারির মধ্যেই ফুটবল ফেরানোর সিদ্ধান্তকে প্রবল সমালোচনা করেছে ব্রাজিলের দুই বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স ও বোতাফোগো। তাদের সঙ্গেই এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন রোনাল্ডোও। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপজয়ী এই প্রাক্তন স্ট্রাইকার মাদ্রিদে এক অনুষ্ঠানে বলেন, ‘‘এই মুহূর্তে গোটা দেশের যা অবস্থা, তখন ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করে দেওয়ার সিদ্ধান্তের আমি বিরোধী।’’ যোগ করেন, ‘‘ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু তা করা হচ্ছে অতিমারির কথা বিবেচনা না করেই।’’ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণে বুধবারেই ব্রাজিলে মারা গিয়েছেন ১,২৬৯ জন। লাতিন আমেরিকার এই দেশে মারণ এই ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪৬,৫১০ জন। এই অতিমারির মধ্যেই ফুটবল ফিরল ব্রাজিলে। যার প্রবল সমালোচনা করলেন ব্রাজিলের বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডো লুইস নাজারিয়ো দা লিমা।
Related Articles
কোভিড বিধি মেনে আজ থেকে খুলে গেলো বেলুড় মঠ।
হাওড়া, ১৮ আগস্ট:- কোভিড বিধি মেনে আজ ১৮ আগস্ট বুধবার সকাল থেকে খুলে গেলো বেলুড় মঠ। স্বভাবতই মঠ খোলায় ভক্ত ও দর্শনার্থীরা খুশি। সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪-৩০মিঃ থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই মঠে প্রবেশ করতে হবে। তবে মঠে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ মেনে চলতে হবে প্রত্যেক দর্শনার্থীকে। মঠের প্রধান […]
সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা আরামবাগ বয়েজ মাঠের বাজার।
আরামবাগ, ১৬ জুন:- সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা আরামবাগ বয়েজ মাঠের বাজার। তাই বাধ্য হয়েই করোনা পরিস্থিতিতে রাস্তার দুই ধারে সবজি ফসল বিক্রি করার জন্য বসতে হলো বিক্রেতাদের। বৃষ্টির জেরে বয়েজ স্কুল মাঠে এক হাঁটু কাদা। কাদার জন্য ক্রেতারা মাঠের মধ্যে বাজার করতে না যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সবজি বিক্রেতাদের। পর পর দুই দিন […]
নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে রাজ্যের স্কুলগুলিতে তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাব।
কলকাতা, ১১ মে:- দেশের ভবিষ্যত নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে সারা দেশের পাশাপাশি এরাজ্যের স্কুল গুলিতে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে ইতিমধ্যেই কলকাতায় ৬০ টি স্কুলে এধরণের ক্লাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে জেলাতেও একই ধরণের ক্লাব গড়ে তোলা হবে বলে BIS-এর পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন। […]