হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড রিজার্ভার থেকে এলাকায় জল সরবারাহের মূল ৭০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ ফেটে যাওয়ার ফলেই দেখা দিয়েছে জল সরবরাহের সমস্যা। তার জেরে কয়েকটি ওয়ার্ডে কম পরিমাণে জল সরবারাহ হচ্ছে। এর পাশাপাশি ৪, ১১, ও ১২বনম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এখনও নির্জলা রয়েছে। এই ওয়ার্ডগুলোতে সারা দিনে বেশ কয়েকবার জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত,পাইপের ফেটে যাওয়া অংশটির উপরে এইচআইটির একটি দোতলা ভবন থাকায় সেটি সারানো সম্ভব নয়। তাই সেখান থেকে পাইপ কেটে নিয়ে তার সঙ্গে অন্য পাইপ জুড়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আবার মূল পাইপের সাথে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইপ লাইনের সেই ডাইভারশানের কাজের জন্যে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা কাজ শুরুও করেছেন। কিন্তু জায়গাটি সঙ্কীর্ণ হওয়ার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।
Related Articles
চার্চিলের কাছে চার গোল হজম , বিধ্বস্ত বাগানের দেবজিৎ যেন অতীতের ছায়া।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ডিসেম্বর:- চার্চিলের কাছে চার গোল হজম বিধ্বস্ত বাগানের দেবজিৎ যেন অতীতের ছায়া । ভারতীয় ফুটবলে বাংলা বনাম গোয়ার লড়াইটা বহুকালের। গোয়া ফুটবলের সেই প্রতাপ না থাকলেও লড়াইটা কোথাও যেন থেকেই গিয়েছে । আর সেই লড়াইয়ে বাংলার মাটিতে এসে গঙ্গাপাড়ের ক্লাবকে ছারখার করে দিয়ে গেল সৌজন্যে ইস্টবেঙ্গলের বাতিল বিদেশি ত্রিনিদাদ টোব্যাগোর উইলিস ডিওন প্লাজা। […]
শিল্পে নতুন বিনিয়োগে মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষন করতে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজ শিল্প প্রসার পরিষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড বৈঠকে বসতে চলেছে। নবান্ন সভাঘরে বিকেলে প্রস্তাবিত ওই বৈঠকে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ঠ বিভিন্ন দফতরের আধিকারিকদের পাশাপাশি বণিক সভা ও শিল্প মহলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিনিয়োগ টানতে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শিল্প নীতিতেও একাধিক বদল […]
ভারত সেবাশ্রম সঙ্ঘেও যোগ দিবস পালন।
কলকাতা, ২১ জুন:- আজ একুশে জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। শরীর ও মন সুস্থ রাখতে যোগের বিকল্প নেই। কেন্দ্রীয় সরকারের যোগা ও ন্যাচারোপ্যাথি বিভাগ এবং ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে শুরু হয় যোগ দিবস। শিবিরের উদ্বোধন করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী […]








