হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড রিজার্ভার থেকে এলাকায় জল সরবারাহের মূল ৭০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ ফেটে যাওয়ার ফলেই দেখা দিয়েছে জল সরবরাহের সমস্যা। তার জেরে কয়েকটি ওয়ার্ডে কম পরিমাণে জল সরবারাহ হচ্ছে। এর পাশাপাশি ৪, ১১, ও ১২বনম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এখনও নির্জলা রয়েছে। এই ওয়ার্ডগুলোতে সারা দিনে বেশ কয়েকবার জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত,পাইপের ফেটে যাওয়া অংশটির উপরে এইচআইটির একটি দোতলা ভবন থাকায় সেটি সারানো সম্ভব নয়। তাই সেখান থেকে পাইপ কেটে নিয়ে তার সঙ্গে অন্য পাইপ জুড়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আবার মূল পাইপের সাথে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইপ লাইনের সেই ডাইভারশানের কাজের জন্যে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা কাজ শুরুও করেছেন। কিন্তু জায়গাটি সঙ্কীর্ণ হওয়ার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।
Related Articles
এস,এস,কে,এমের উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন সরকারি কর্মীরা।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- এবার মাল্টিসুপারস্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমের হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর। রাজ্যের একমাত্র মাল্টি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের উডবার্ন […]
আইপিএলে এবার করোনার হানা দিল্লির দলে।
স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- চেন্নাই সুপার কিংসের পরে এবার দিল্লি ক্যাপিটালস দলেও কোভিড-১৯ এর হদিশ মিললো। সূত্র মারফত খবর, দলের সহকারী ফিজিয়ো থেরাপিস্টের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। রবিবার দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছনোর পরে তাঁর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। সেকারণে তাঁকে […]
বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস।
হাওড়া, ১২ জানুয়ারি:- ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে […]