স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি। দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক রোহিত শর্মা। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।
Related Articles
বাংলার দ্বারস্থ গোয়া ফুটবল।
প্রসেনজিৎ মাহাতো , ৪ ডিসেম্বর:- করোনা পরিস্থিতিতেও বাংলা ফুটবল খেলা করে দেখিয়েছে। বাংলা পারলে গোয়া কেনো পারবে না? বাংলার থেকে অনুপ্রাণিত হয়েছে গোয়া ফুটবল। করোনা এসওপি বিষয়ে পরামর্শ নিতে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি–র সঙ্গে যোগাযোগ করেন গোয়া ফুটবল সংস্থার সচিব জোভিটো লোপেজ। বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগের পর কাল থেকে শুরু আইএফএ শিল্ড। শুরুর দিনে […]
লোকাল ট্রেন চালুর আগে প্রস্তুতি চলছে হাওড়া স্টেশনেও। জীবাণুমুক্ত করা হচ্ছে স্টেশন চত্বর।
হাওড়া , ৯ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে কয়েক মাস বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফ থেকে সোমবার হাওড়া স্টেশনে সকাল থেকে স্যানিটাইজার করা হচ্ছে। ট্রেনের কামরা থেকে শুরু করে স্টেশন চত্বর সর্বত্রই জীবাণুমুক্ত করার কাজ চলছে।পাশাপাশি লোকাল ট্রেন চালানোর আগে টিকিয়াপাড়া কারশেডেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হয়। হাওড়া […]
নদীয়ার মাজদিয়ায় অভিনব ভাবনায় অসাধারণ কচুরিপানার “রাখি”।
নদীয়া , ২ আগস্ট:- সম্প্রীতির বন্ধন রাখি । একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল । এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ । কেউ ফুল দিয়ে , কেউ অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় করে তুলেছে । কিন্তু এবার এক অভিনব উপায় কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে তাক লাগালো মেয়েরা। মাজদিয়া ইকো ক্রাফটের সভাপতি স্বপন […]