হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড রিজার্ভার থেকে এলাকায় জল সরবারাহের মূল ৭০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ ফেটে যাওয়ার ফলেই দেখা দিয়েছে জল সরবরাহের সমস্যা। তার জেরে কয়েকটি ওয়ার্ডে কম পরিমাণে জল সরবারাহ হচ্ছে। এর পাশাপাশি ৪, ১১, ও ১২বনম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এখনও নির্জলা রয়েছে। এই ওয়ার্ডগুলোতে সারা দিনে বেশ কয়েকবার জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত,পাইপের ফেটে যাওয়া অংশটির উপরে এইচআইটির একটি দোতলা ভবন থাকায় সেটি সারানো সম্ভব নয়। তাই সেখান থেকে পাইপ কেটে নিয়ে তার সঙ্গে অন্য পাইপ জুড়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আবার মূল পাইপের সাথে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইপ লাইনের সেই ডাইভারশানের কাজের জন্যে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা কাজ শুরুও করেছেন। কিন্তু জায়গাটি সঙ্কীর্ণ হওয়ার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।
Related Articles
রাজভবনে আটকে থাকা বকেয়া ফাইল দ্রুত খতিয়ে দেখার নির্দেশ রাজ্যপালের।
কলকাতা, ৭ মার্চ:- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে। রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা […]
হাওড়া জুটমিলের অচলাবস্থা কাটাতে দ্বিপাক্ষিক বৈঠক প্রয়োজন , হাওড়ায় এসে জানালেন শ্রমমন্ত্রী।
হাওড়া, ২৩ মে:- হাওড়া জুটমিলের বর্তমান অচলাবস্থা কাটাতে মালিকপক্ষ এবং সিইএসসি কর্তৃপক্ষকে বসিয়ে আলোচনা চান তাঁরা। সোমবার হাওড়ায় একথা জানান রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বেচারাম মান্না। হাওড়া জুটমিলের অচলাবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বেচারাম মান্না বলেন, “এই অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধানের জন্য আমরা মিল মালিককে এবং সিইএসসি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কথা […]
রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় তৈরি হতে চলেছে সুস্বাস্থ্য কেন্দ্র।
কলকাতা, ১২ ডিসেম্বর:- গ্রামের পর এবার শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। আগামী ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় এলাকায় মোট ৩৬৭টি পুর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। এর মধ্যে হাওড়া ৩০টি, বিধাননগর ও আসনসোল ২০টি করে, বালি হব ১২টি, দুর্গাপুর ও শিলিগুড়ি […]