এই মুহূর্তে জেলা

উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা।

হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড রিজার্ভার থেকে এলাকায় জল সরবারাহের মূল ৭০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ ফেটে যাওয়ার ফলেই দেখা দিয়েছে জল সরবরাহের সমস্যা। তার জেরে কয়েকটি ওয়ার্ডে কম পরিমাণে জল সরবারাহ হচ্ছে। এর পাশাপাশি ৪, ১১, ও ১২বনম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এখনও নির্জলা রয়েছে। এই ওয়ার্ডগুলোতে সারা দিনে বেশ কয়েকবার জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত,পাইপের ফেটে যাওয়া অংশটির উপরে এইচআইটির একটি দোতলা ভবন থাকায় সেটি সারানো সম্ভব নয়। তাই সেখান থেকে পাইপ কেটে নিয়ে তার সঙ্গে অন্য পাইপ জুড়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আবার মূল পাইপের সাথে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইপ লাইনের সেই ডাইভারশানের কাজের জন্যে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা কাজ শুরুও করেছেন। কিন্তু জায়গাটি সঙ্কীর্ণ হওয়ার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।