হুগলি , ১৬ জুন:- আজ হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু ব্যানার্জীর নেতৃত্বে জেলার সব শহর ও ব্লকের ১৮০ জন যুবনেতা দের ভিডিও কনফারেন্সের মধ্যে এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশে তাঁর ঘোষিত কর্মসূচি “বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়। শান্তনু ব্যানার্জী করোনার সময় যুব কংগ্রেসের সকল নেতৃত্ব কে অভিনন্দন জানান জেলা জুড়ে ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন , মানুষের কাছে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় মেডিসিন পৌঁছে দেবার জন্যে। তিনি জানান আগামী শনিবার তারকেশ্বরে ২০.০৬.২০২০ ‘ বাংলার যুব শক্তির’ নামে ১০০০ জনের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যার উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভপতি শ্রী দিলীপ যাদব। তিনি বলেন বিজেপির মিথ্যা প্রচার রুখে হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সব কর্মী ও নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর নেতৃত্বে ২০২১ হুগলী জেলা কে আবার সবুজ করে তুলবে।
Related Articles
সুপ্রিম রায় নিয়ে নীরব মমতা, মোদী ম্যাজিক করছে না দাবি তৃণমূল সুপ্রিমোর।
মালদা, ৩০এপ্রিল:- রবিবারের পর পুনরায় মঙ্গলবার মালদায় নির্বাচনী প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথম জনসভাটি করেন মালদা উত্তরের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে চাঁচল বিধানসভার তুলসীহাটার বীরেন্দ্র কুমার মৈত্র উপ-বাজার চত্বরে। দুপুর তিনটে নাগাদ বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী।প্রখর দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বসার জন্য মূলত একটি টিনের তাবুর ব্যবস্থা করা হয়েছিল। […]
জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ অক্টোবর:- প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিনে দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবার সশরীরে উপস্থিত থাকলেও এবার অসুস্থতার জেরে ভার্চুয়ালি জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান। একই […]
রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মিলল কলকাতায়।
প্রদীপ সাঁতরা , ১৭ মার্চ :- হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টিনে। ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই যুবক। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলাঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা […]