এই মুহূর্তে জেলা

“বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের রূপরেখা চূড়ান্ত।

হুগলি , ১৬ জুন:- আজ হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু ব্যানার্জীর নেতৃত্বে জেলার সব শহর ও ব্লকের ১৮০ জন যুবনেতা দের ভিডিও কনফারেন্সের মধ্যে এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশে তাঁর ঘোষিত কর্মসূচি “বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়। শান্তনু ব্যানার্জী করোনার সময় যুব কংগ্রেসের সকল নেতৃত্ব কে অভিনন্দন জানান জেলা জুড়ে ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন , মানুষের কাছে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় মেডিসিন পৌঁছে দেবার জন্যে। তিনি জানান আগামী শনিবার তারকেশ্বরে ২০.০৬.২০২০ ‘ বাংলার যুব শক্তির’ নামে ১০০০ জনের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যার উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভপতি শ্রী দিলীপ যাদব। তিনি বলেন বিজেপির মিথ্যা প্রচার রুখে হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সব কর্মী ও নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর নেতৃত্বে ২০২১ হুগলী জেলা কে আবার সবুজ করে তুলবে।