এই মুহূর্তে খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম করোনা যোদ্ধাদের উৎসর্গ।

স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- কিছু দেশে ঝুঁকি নিয়ে ক্রীড়া ইভেন্ট চালু করা হলেও বিশ্বের অধিকাংশ প্রান্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্টেডিয়ামগুলি। তারই অন্যতম কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঝাঁ-চকচকে স্টেডিয়াম। তারই মধ্যে একটিকে কোভিড-১৯ যোদ্ধাদের উৎসর্গ করেছে মধ্যপ্রাচ্যের দেশ। উল্লেখ্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা কাতারে। ওই বছরের ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। ১৮ ডিসেম্বর পর্যন্ত তা চলার কথা। বিশ্বের ৩২টি দেশের ফুটবলারদের অংশ নেওয়ার কথা এই ফুটবল টুর্নামেন্টে।

করোনা ভাইরাসের জেরে অলিম্পিক ও ইউরো কাপের মতো ফুটবল বিশ্বকাপও না পিছিয়ে যায়, সেই প্রার্থনাই করছেন ক্রীড়া প্রেমীরা। কাতারের পাঁচটি শহরে হবে বিশ্বকাপের সব ম্যাচ। টুর্নামেন্টের জন্য মোট আটটি মাঠ ব্যবহার করা হবে। তার মধ্যে চারটি মাঠ শুধু বিশ্বকাপের জন্যই তৈরি করা হয়েছে। যে মাঠে টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা সেই দোহার লুসেইল আইকনিক স্টেডিয়াম এই তালিকার অন্যতম। চল্লিশ হাজার দর্শক আসন বিশিষ্ট, ‘ডায়ামন্ড ইন দ্য ডেসার্ট’ হিসেবে পরিচিত এডুকেশন সিটি স্টেডিয়াম তাতে নবতম সংযোজন। সোমবার ভার্চুয়াল প্রেসেন্টেশনের মাধ্যমে প্রকাশ ঘটা ওই স্টেডিয়ামটি কোভিড-১৯ যোদ্ধাদের উৎসর্গ করেছে কাতার।