এই মুহূর্তে জেলা

লকডাউন ভাঙ্গায় তৃণমূলের পথেই বিজেপি – স্বীকারোক্তি দিলীপের।

নদীয়া , ১৫ জুন:- নদিয়ার রানাঘাট বিজেপির পার্টী অফিসে সোমবার এক সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্জালোচনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে , কোথাও কোথাও আমাদের এমএলকে আটকানোর চেস্টা হচ্ছে। ত্রান বন্টন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী ও নেতাদের আটকানোর চেস্টা করা হচ্ছে। সাংবাদিক এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন আমরা আইন মেনে সব কিছু করছি। ৩৬৫ দিন আমরা সংগঠন করি। যতদিন বাড়িতে থাকার কথা থেকেছি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরনা দিয়েছেন, তিনিই দেখিয়েছেন লকডাউন কিভাবে ভাঙতে হয়। তার নেতা কর্মীরা লকডাউন মানছেন না তাই তাদের পথ দেখে আমরাও সেই পথে।

যেখানে যেখানে আমরা মিটিং করছি সেখানে সামাজিক দুরত্ব বজায় ও সরকারী বিধিনিষেধ মেনে চলছি ।লকডাউন কতদিন থাকবে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিভিন্ন রাজ্যের সাথে কেন্দ্র কথা বলবে।তবে কেন্দ্র প্রতিটি রাজ্যে কি অবস্থা তা সঠিক জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা । তাই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। এছাড়া পুলিশকে ব্যবহার করে আমাদেরকে আটকানোর চেস্টা চলছে। আগামী দিন আসছে শুধু সময়ের অপেক্ষা করুন সব দেখতে পারবেন বলে জানান দিলীপবাবু। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে মিথ্যা মামলায় ফাসানো ও চক্রান্ত করা হয়েছে। সিআইডি যখন জগন্নাথদার খোজে আসেন তখন তারা একসাথে চা খেয়ে জান ওসব কিছু না ভয় দেখানো।