এই মুহূর্তে খেলাধুলা

১৫ জুন খুলছে সবুজ-মেরুন গেট, খুশি সমর্থকরা ।

স্পোর্টস ডেস্ক , ৯ জুন:- প্রতীক্ষার অবসান। প্রায় তিন মাস পর সদস্য-সমর্থকদের জন্য খুলতে চলেছে মোহনবাগানের গেট। সোমবারই টুইট করে ভক্তদের সুখবর দিল সবুজ-মেরুন ক্লাব। এদিন টুইট করে ক্লাবের তরফে জানানো হয়েছে, লকডাউনের পর সদস্য ও সমর্থকদের জন্য আগামী ১৫ জুন ফের ক্লাবের গেট খুলে দেওয়া হচ্ছে। ১৬ তারিখ থেকে তাঁবুতেই পাওয়া যাবে চ্যাম্পিয়ন মোহনবাগানের মার্চেনডাইস। অর্থাৎ তাঁবু থেকেই ইচ্ছে মতো চ্যাম্পিয়নশিপ প্রোডাক্ট কিনে নিতে পারবেন বাগানপ্রেমীরা। উল্লেখ্য দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ মোহনবাগান ক্লাব। তারও আগে অবশ্য স্থগিত করে দেওয়া হয়েছিল সমস্ত স্পোর্টস ইভেন্ট।

বাকি ছিল আই লিগের কয়েকট ম্যাচও। তবে তার আগেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছিলেন ফ্রান গঞ্জালেসরা। লকডাউনের মধ্যেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। করোনা পরিস্থিতিতে প্রতিবারের মতো পয়লা বৈশাখে এবার খুঁটিপুজোও করা যায়নি ধুমধাম করে। এদিকে, জুনের শুরুতেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন পথ চলা শুরুর কথা ছিল মোহনবাগানের। কিন্তু ক্লাবের লোগো, জার্সি, নাম ইত্যাদি সংক্রান্ত যে বৈঠক হওয়ার কথা ছিল, তাও পিছিয়ে যায়। তবে অবশেষে ১৫ জুন ক্লাবের গেট খুলে যাওয়ার খবরে অনেকটাই স্বস্তি পেয়েছেন সমর্থকরা। তাঁদের আশা, ক্লাব যখন খুলেছে, তাহলে ফুটবলও ফিরবে শীঘ্রই।