নদিয়া ,২৫ মে:- আজ পরিত্র ঈদ।সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট কামারপাড়া মজসিদে নামাজ পড়া বন্ধ।সকলে বাড়িতেই নামাজ পড়েছেন।তবে ধর্মীয় রিতীনিয়মের বেড়াজালে আটকে লক ডাউন।আর এবার রানাঘাটের নদিয়া শান্তি সেবা কল্যান সমিতির সদস্যরা পায়রাডাংগার একটি ইট ভাটার শ্রমিকের পরিবারের সকলকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করলেন।আট থেকে আষি সকলকেই তারা পেট ভরে খাওয়ালেন সেই সাথে সচেতনও করলেন লক ডাউন সম্পর্কে। এবিষয়ে নদিয়া শান্তি সেবা কল্যান সমিতির কর্নাধার রাকেশ আলী জানান এবছর খুশির ঈদে বাড়িতে আনন্দ না করে বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন দুঃস্থ ইট ভাটার শ্রমিকদের পাশে একটু খাবারের ব্যবস্থা করেছে।