স্পোর্টস ডেস্ক ,২৫ মে:- বিশ্বজুড়ে চলা করোনা মহামারি ও লকডাউন পরিস্থিতির মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই ও আইসিসির বাকযুদ্ধ ঘিরে সরগরম ক্রিকেট দুনিয়া। দুই সংস্থার মধ্যে আসন্ন দুই বিশ্বকাপ নিয়ে কড়া ভাষায় মেলের আদান-প্রদান অব্যাহত। ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা। চুক্তি অনুযায়ী বিশ্বকাপে কর ছাড় নিয়ে বিসিসিআই সরকারের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছিল। টুর্নামেন্টের দেড় বছর আগে আইসিসিকে পথ বাতলে দেবে বলে বিসিসিআই দায়িত্ব নেয়। আইসিসির জেনারেল কাউন্সেল ও কোম্পানি সেক্রেটারি জোনাথন হল আক্রমণাত্মাক ভাষায় ই-মেইলের মাধ্যমে বিসিসিআইয়ের সেক্রেটারির কাছে কর মুকুব নিয়ে বিসিসিআই কী সিদ্ধান্ত গ্রহণ করেছে জানতে চেয়েছেন। ভারতে বিশ্বকাপ হলে আইসিসিকে প্রাপ্য অর্থ কী দাঁড়াচ্ছে, তা বুঝিয়ে দেওয়ার সময়সীমা চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়ে গিয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এমনটাই জানিয়েছে।
সূত্রের খবর বিসিসিআই সঠিক উত্তর শোনাতে না পারলে আইসিসির শর্তভঙ্গের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিশ্বকাপ নিয়ে চুক্তি বাতিল করতে পারে বলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ২০২১ টি-২০ ও ২০২৩ সালে পঞ্চাশ ওভারে দুটি বিশ্বকাপ হারাতে পারে ভারত। তাই ভারতীয় ক্রিকেটে বোর্ডের থেকে দ্রুত সিদ্ধান্ত জানতে চাইছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাল্টা করোনা ভাইরাসের কারণে দেশে ক্রিকেট সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ রয়েছে বলে পাল্টা চিঠিতে জানানো হয়েছে। অন্যদিকে উল্লেখ্য করোনা পরিস্থিতি কাটার পর ক্রিকেট শুরু হলেই আইসিসির নির্বাচন এগিয়ে আসবে। আর সেই নির্বাচনী হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করে দিয়েছে। আর আইসিসির পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। প্রাক্তন প্রোটিয়ান ক্রিকেটার গ্রেম স্মিথ থেকে শুরু করে অনেক প্রাক্তনীদেরই আইসিসির সভাপতি রূপে প্রথম পছন্দ বাংলার মহারাজ।