হাওড়া, ২৫ মে:- আমফান’ পরবর্তী সময়ে হাওড়ায় ভেঙে পড়া গাছ সরানোর কাজে নামল ওড়িশা থেকে আসা ফায়ার ও ডিজাস্টার টিম। আজ সকালে হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় ওড়িশা প্রশাসনের দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ভেঙে পড়া গাছ সরানোর প্রক্রিয়া শুরু করেন। ইলেকট্রিক করাতের সাহায্যে ভাঙা গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কর্মীরাও। হাওড়া শহরেও ঘূর্ণিঝড় ‘আমফানে’র তান্ডবে শতাধিক গাছ ভেঙে পড়ে। অনেক বড় গাছের ডালপালা রাস্তায় এসে পড়েছে। সমস্যা তৈরি হয়েছে। সেই গাছ সরাতে কার্যত গত পাঁচদিনে হিমসিম অবস্থা পুরসভা ও জেলা প্রশাসনের। পরিকাঠামোর অভাবে সেই সমস্যা আরও বেড়েছে। তাই গাছ সরানো সহ উদ্ধার কাজে নেমেছেন ওড়িশা থেকে আসা ফায়ার ও ডিজাস্টার টিম। ওড়িশা ফায়ার স্টেশন অফিসার রজনীকান্ত ওড়া বলেন, ওড়িশা সরকারের নির্দেশে আমরা এখানে উদ্ধার এবং ত্রাণের কাজ করতে এসেছি। আমাদের মোট ত্রিশটি টিম এখানে এসেছে। রবিবার থেকে আমাদের টিম কাজে নেমেছে। ঘূর্ণিঝড়ে এখানে অনেক ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ নেই অনেক জায়গায়। আমরা চেষ্টা করছি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছি ।