তরুণ মুখোপাধ্যায়,১৮ মে:- আজ চুঁচুড়ায় মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির রক্তদান শিবিরে এসে স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র ভাষায় আক্রমণ করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি এবং ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং কে । তিনি প্রশ্ন করেন লকেট চ্যাটার্জি চারিদিকে নানা ধরণের বড় বড় কথা বলে বেড়াচ্ছেন অথচ কেন্দ্রীয় সরকার কুড়ি লক্ষ হাজার কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করলেন তাতে মহিলাদের জন্য কি বরাদ্দ করলেন এ বিষয়ে লকেট চ্যাটার্জি কি বলছে সেইটাই সবার প্রশ্ন তিনি তো এখানে সেখানে নানা ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন করেন এই আপৎকালীন অবস্থায় মহিলারা করোনা যুদ্ধে শামিল হয়েছেন। যে মাক্সগুলো তৈরি হচ্ছে যে স্যানিটাইজার তৈরি হচ্ছে সেগুলোর বেশিরভাগ করছেন মহিলারা, অথচ যে প্যাকেজ ঘোষণা করা হলো তাতে কি কি দেয়া হলো মহিলাদের জন্য।কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো এক জন মহিলা তার কি উচিত ছিল না এই বিপদের দিনে মহিলাদের পাশে দাঁড়ানো। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য কি করেছে সেটাই বলুন। অর্জুন সিং সম্বন্ধে বলতে গিয়ে বলেন যে যাদের কাজ সাম্প্রদায়িকতা ছড়ানো যাদের কাজ মানুষে মানুষে ঝগড়া লাগানো সেই কাজই বি যে পি করে চলেছেন।
সাধারণ মানুষের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন সেটা সবাই জানেন। এই দুঃসময়ে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মাসিক বেতন ঠিক সময় মতো পৌঁছে দিচ্ছেন। এক তারিখে প্রত্যেকের বেতন ব্যাংকে ঢুকে যাচ্ছে। যে সমস্ত সামাজিক যে প্রকল্প গুলো রয়েছে সেগুলো একটাও বন্ধ হয়নি। অথচ কেন্দ্রীয় সরকার কি করছেন তা সবাই জানেন। আজকে এই বিপদের দিনে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি নেয়া হয়েছে নাম করুন করা হয়েছে করোনা যোধ্যা দের উদ্দেশে সেই কুর্নিশ অনুষ্ঠানিসে স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা দেবী বলেন হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেস খুব ভালো কাজ করছে ।ইতিমধ্যে তারা বেশকিছু রক্তদান শিবির করেছেন । এবং আগামী দিনেও তাদের এই ধরনের কর্মসূচি করার কথা রয়েছে বলে তারা তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নাইট কারফু নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে মানুষ তো রাতে কেউ বেরোয় না তবে ওনার কারফিউ সব সময।় ওনাকে তো এই বিপদের দিনে মানুষ দেখতে পায় না ।আজকের চুচুড়ার অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে প্রচুর পরিমাণে মহিলা তৃণমূল সদস্যরা উপস্থিত ছিলেন। এবং চুঁচুড়া বিধায়ক তপন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই শিবিরের উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ জানান।https://youtu.be/bYP2LURsunU