এই মুহূর্তে খেলাধুলা

যুবরাজের চ্যালেঞ্জের জবাব ভাজ্জির , পাল্টা চ্যালেঞ্জ মাস্টার ব্লাস্টারের !


 

স্পোর্টস ডেস্ক,১৭ মে:- একদিনের মধ্যেই যুবরাজের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন মাস্টার ব্লাস্টার। যুবিকে পাল্টা চ্যালেঞ্জও দিলেন শচীন।  প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জ দিয়ে ছিলেন রোহিত শর্মা সহ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ও হরভজন সিংকে। একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। যাতে দেখা যায় , যুবরাজ সিং ব্যাটের উপর বল নিয়ে নাচাচ্ছেন। আর সেটা করার জন্যই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শচীন তেন্ডুলকর, হরভজন সিং ও রোহিত শর্মাকে। তিনি চ্যালেঞ্জ দিয়ে লেখেন , এটা ব্যাটিং লিজেন্ড শচীনের জন্য খুবই সহজ হবে, হয়তো রোহিতের জন্যও সহজ হবে তবে সহজ হবে না হরভজন সিংয়ের জন্য। পাশাপাশি যুবি আরও লেখেন, ‘‘এই চ্যালেঞ্জিং সময়ে, আমি ঘরে থাকতে বদ্ধপরিকর যাতে কোভিড-১৯ ছড়িয়ে না পড়ে এবং ততদিন চালিয়ে যাব যতদিন প্রয়োজন। এর একদিন পরেই শনিবার স্যোশাল মিডিয়ায় পাল্টা একটি ভিডিও পোস্ট করলেন শচীন। যাতে দেখা যায় যুবরাজের মতো ব্যাটে করে বল নাচাচ্ছেন শচীন। তবে তিনি আরও একধাপ এগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, ব্যাটে করে অতি সহজেই বলের ম্যাজিক দেখাচ্ছেন। একটা শটও মিস যাচ্ছে না। চোখ বন্ধ রেখেই ব্যাটে করে বল নাচাচ্ছেন। শচীন বলেন, “যুবি তুমি অতি সহজ বিষয় চ্যালেঞ্জ করেছিলে। এবার এটা করে দেখাও।”

There is no slider selected or the slider was deleted.

এরপরই যুবরাজের চ্যালেঞ্জ গ্রহণ করে যুবরাজের মতো করেই ব্যাটে করে বল নাচালেন হরভজন সিং। সেই ভিডিও পোস্ট করেছেন তিনি স্যোশাল মিডিয়ায়। তিনিও এটা করে দেখানোর জন্য পাল্টা চ্যালেঞ্জ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে ও শিখর ধাওয়ানকে। উল্লেখ্য করোনা ভাইরাস মহামারী খেলার জগতকে বাকি দুনিয়ার মতই স্তব্ধ করে দিয়েছে। তাই খেলোয়াড়রা তাঁদের ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করছেন। পাশাপাশি একে অপরের সঙ্গে স্যোশাল মিডিয়ার মাধ্যমেই কথা বলছেন। আবার কখনও ক্রিকেটাররা একে অপরকে বিভিন্ন অ্যাকটিভিটি করে দেখানোর জন্য চ্যালেঞ্জও জানাচ্ছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.