এই মুহূর্তে রাজ্য

বাড়ি ফেরা হলো না,ঘুমের মধ্যেই ১৭ পরিযায়ী শ্রমিকদের পিষে দিয়ে চলে যায় মালগাড়ি।

 

সোজাসাপটা ডেস্ক,৮ মে:- দীর্ঘদিন আটকে থাকার পরে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরবেন বলে রওনা দিয়েছিল ২১ জন শ্রমিকের একটি দল। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় ঔরঙ্গাবাদের করমাদের কাছে লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই পিষে দিয়ে চলে যায় মালগাড়ি।শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি হয়েছে। খালি পেট্রোলিয়াম ওয়াগনের চালক সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে খবর দেন। আর পি এফের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার মোকশাদা পাতিল জানিয়েছেন, ১৭ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতরভাবে আহত হয়েছে। বাকি যে চারজন প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের কাউন্সেলিং করা হচ্ছে যাতে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে পারি।’শ্রমিকরা জালনার একটি স্টিল কারখানায় কাজ করতেন বলে রেলের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা জালনা থেকে মধ্যপ্রদেশে নিজেদের ভিটের দিকে রওনা দেন। বদনাপুর পর্যন্ত তাঁরা রাস্তা ধরে হাঁটতে থাকেন। তারপর ঔরঙ্গাবাদের দিকে লাইন ধরে হাঁটতে থাকেন। ৩৬ কিলোমিটার মতো হাঁটার পর তাঁরা ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেওয়ার জন্য রেললাইনে বসেন। তারপর ঘুমিয়ে পড়েন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.