হুগলি,৭ মে:- লক ডাউনের মধ্যে খুলে গেল ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল। মিল কর্তৃপক্ষ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আর্জি জানিয়েছিল এই জুটমিল খোলার অনুমতি দেওয়া হোক সেইমতো প্রশাসনের সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে খুলে গেল এই জুটমিল পুলিশি নিরাপত্তা থাকলেও গেটের বাইরে উপচে পড়েছিল শ্রমিকদের জমায়েত মিল খেলার খবর পেতেই চলে আসে বহু শ্রমিক খেতে বাইরে ভিড় থাকলে কি হবে গেটের ভেতরে অন্য ছবি দেখা গেল সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে শ্রমিকরা প্রবেশ করছে কারখানার মধ্যে প্রথম দিন অল্প সংখ্যক শ্রমিক কাজে যোগ দেয় মেইনটেনেন্স ইফতারি জরুরি বিভাগে অল্প সংখ্যক শ্রমিক কাজে যোগ দিলেও এরপর থেকে আস্তে আস্তে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকবে প্রশ্ন উঠছে কেন ভীড় উপচে পড়ল এর কারণ লকডাউন এর ফলে অসহায় হয়ে পড়েছিল শ্রমিকেরা তাই পেটের টানে ছুটে আসে তারা
Related Articles
করোনা সংক্রমিত হওয়ার কারণে ১৬ জোড়া লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।
কলকাতা, ১৫ এপ্রিল:- ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে। শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে […]
কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে তাঁত শিল্পের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ বাড়াতে রাজ্য সরকার তাঁত শিল্পের প্রসারের ওপর জোর দিচ্ছে। প্রতিটি জেলায় তাঁত শিল্পীদের নতুন নতুন পাওয়ারলুম তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ ইন্সেন্টিভ নীতি চালু করা হচ্ছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী তাঁত শিল্পের প্রসারে কার্যকরী পদক্ষেপ নিতে প্রত্যেক জেলাকে নির্দেশ দিয়েছেন। জেলায় কত স্বনির্ভর গোষ্ঠীকে বস্ত্র শিল্পের […]
ক্রাইম থ্রিলারকেও হার মানাল হাওড়া স্টেশনের ঘটনা।
হাওড়া, ২১ মার্চ:- হাওড়া স্টেশনে ঘুমন্ত ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল কুখ্যাত এক দুষ্কৃতী। বিষয়টি দেখে ফেলে রেল পুলিশ। মোবাইল চুরি করে চম্পট দেওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে। বেশ কিছুটা যাওয়ার পর অবশেষে পুলিশ মোবাইল সহ পাকড়াও করে তাকে। পরে তাকে জেরা করে জানা যায় সে ডাকাতি পরিকল্পনার কেসের ফেরার। রেল […]