সোজাসাপটা ডেস্ক,৭ মে:- বৃহস্পতিবার ভাইজ্যাকে এক প্লাস্টিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে মারা গিয়েছেন কমপক্ষে ১১ জন, অসুস্থ হয়ে পড়েছেন কয়েক হাজার । বিষাক্ত গ্যাস লিক করে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । উদ্ধার কার্য চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।১১ জন মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে খবর।স্টাইরিন থেকে তৈরি হয় একাধিক নিত্য ব্যবহার্য সামগ্রী যার মধ্যে রয়েছে ইনসুলেশন, পাইপ, গাড়ির যন্ত্রাংশ, প্যাকেজিং মেটিরিয়াল, কার্পেটের পিছনের ব্যাকিং, ব্যাগ, ব্যাকপ্যাক, ব্রিফকেস ও স্যুটকেস, জুতো, পালিশের উপাদান, কপি মেশিন টোনার, প্রিন্টিং কার্ট্রিজ, খেলনা-সহ একাধিক সামগ্রী। প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্চের লকডাউনের সময় থেকেই এই প্লান্টটি পুরোপুরি বন্ধ ছিল। দেখাশোনাও হয়নি সেভাবে। তাই ঠিক কী হয়েছে, কী কী গাফিলতি ছিল, তা বিস্তারিত ভাবে খতিয়ে না দেখে এক কথায় বলা মুশকিল বলেই জানিয়েছেন তদন্তকারীরা। সবে কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলেছিল কারখানা খোলার। তার পরেই ঘটে গেল এত বড় বিপদ ইতিমধ্যেই কারখানা সংলগ্ন বেশ কয়েক কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসার কাজ করছে স্থানীয় প্রশাসন।