হুগলি,৭ মে:- বেড়াতে গিয়ে হিমাচলে আটকে পড়েছে গোপাল ভাঁড় সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করা শিশু শিল্পী উত্তরপাড়ার বাসিন্দা রক্তিম সামন্তর পরিবার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার কাতর আর্জি।।বাবা মা দাদু দিদা সহ মোট সাত জন হিমাচলের মান্ডির হোটেলে আটকে রয়েছেন। শিশু শিল্পীর বাবা রাজীব সামন্ত তার ফেসবুকে বাড়ি ফেরার আবেদন জানান মুখ্যমন্ত্রীর কাছে।রাজীব বাবু জানান,হিমাচল সরকারের কাছে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।থাকা খাওয়ার খরচ নিজেদেরই বহন করতে হচ্ছে। গত ১৬ মার্চ রাজধানী এক্সপ্রেসে রওনা হয়ে ১৮ তারিখ মানালী পৌঁছায় উত্তরপাড়ার সামন্ত পরিবার।২২ তারিখ জনতা কার্ফুর দিন তাদের হোটেল খালি করতে বলা হয়।রাত দশটায় বেরিয়ে গভীর রাতে তারা হিমাচলের মান্ডিতে পৌঁছান।সেখান থেকে পরদিন দিল্লী গিয়ে ২৫ তারিখ তাদের প্লেনে টিকিট ছিলো।কিন্তু ২৪ তারিখ রাত থেকে লকডাউন হয়ে যাওয়ায় আর ফিরতে পারেন নি রাজীব বাবুরা।ফেসবুকে তার আবেদন দেখে উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন,যে সমস্ত পর্যটকরা ভীন রাজ্যে আটকে পরেছেন তাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে।সেই পরিকল্পনা তৈরী হয়ে গেলেই আটকে পরাদের ফিরিয়ে আনা হবে।