হাওড়া,২৬ এপ্রিল:- করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়ার বিভিন্ন হটস্পট এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় দল। রবিবার দুপুরে কেন্দ্রীয় দলের সদস্যরা হাওড়ার মালিপাঁচঘড়া, গোলাবাড়ি থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সালকিয়ার বেনারস রোড ধরে সালকিয়া চৌরাস্তায় যান এরা। সেখান থেকে বিজয় কুমার মুখার্জি রোড ধরে গোলাবাড়ি থানা হয়ে সালকিয়া স্কুল রোড, বাঁধাঘাট, ফুলতলা ঘাট, শ্রীরাম ঢ্যাং রোড, সালকিয়া চৌরাস্তা, পিলখানা, অবনী দত্ত রোড প্রমুখ এলাকা গাড়ি নিয়ে ঘুরে দেখেন। লকডাউন পরিস্থিতি কতটা মেনে চলা হচ্ছে তা দেখেন এরা। এরপর ফের গোলাবাড়ি থানার সামনে দিয়ে আইএলএস হাসপাতাল হয়ে এইচআইটি ব্রিজ ধরে হাওড়া ব্রিজ হয়ে এরা রওনা হন। উল্লেখ্য, শুক্রবারের পর এদিন ফের হাওড়ায় আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। হাওড়ায় মূলত অতি স্পর্শকাতর এলাকার মানুষ কেমন আছেন সেখানকার লকডাউনের পরিস্থিতি কেমন তার সমস্ত দিক খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি হাওড়ায় গাড়িতে যাওয়ার সময় তাঁরা মোবাইলে ছবিও তোলেন। তাঁদের সঙ্গে ছিলেন বিএসএফ জওয়ানরা। সমস্ত কিছূ খতিয়ে দেখে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন বলে সূত্র মারফত জানা গেছে।