হুগলি,২৬ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনের প্রতিবাদে আজ রাজ্যজুরে বিজেপি নেতারা অবস্থানে সামিল হলো। সেইমত হুগলীর চুঁচুড়া মন্ডল বিজেপির পক্ষ থেকে হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে অবস্থানে বসে দলীয় কর্মী-সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে তাঁরা এই প্রতিবাদ অবস্থানে সামিল হয়। সুবীর নাগের পাশাপাশি সপ্তর্ষি ব্যানার্জী সহ বিজেপি নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন।