তরুণ মুখোপাধ্যায়,২২ এপ্রিল:- কোন্নগরের এর জাগ্রত শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো এবার মূর্তি এনে করা হবে। না ঘট পুজো এবারের মতন মায়ের আরাধনা করা হবে। আজ হুগলির কোননগরের শকুন্তলা কালী পুজো কমিটির সঙ্গে স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষালের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ প্রসঙ্গে বলতে গিয়ে পুজো কমিটির সম্পাদক পাঁচু গোপাল বরাট জানালেন কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো অতিপ্রাচীন কাল থেকে এখানে পূজিত হয়ে আসছে। শুধুমাত্র কোন্নগর বাসী নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষের আগমন ঘটে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে। এই পুজো উপলক্ষে পুজোর দিন ভোর রাত থেকে দলে দলে মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় গঙ্গায় স্নান সেরে মন্দিরে মায়ের বেদিতে জল ঢালেন। অনেকে মানত করে দন্ডী খাটেন। কিন্তু এবছর সারা দেশজুড়ে যে করোনা ব্যাধি ছড়িয়ে পড়েছে সেই কথা মাথায় রেখে পুজো কমিটি স্থির করেছে এবারে হবে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে। থাকবেনা কোনো যাক জমক।পুজোর দিন রাতে মন্দিরের দরজা বন্ধ করে তিনজন ব্রাহ্মণ পুজো সারবেন। কেবল মাত্র । এই পুজোর একটা বিশেষ অঙ্গ হচ্ছে এখানকার ছাগ বলি। প্রতিবছর ১০০০ এর ও বেশি ছাগ বলি দেওয়া হয় মায়ের পুজোয়। কিন্তু এবাররে সে ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে ।
কেবল মাত্র নগরবাসীর মঙ্গলকামনায় একটি মাত্র ছাগ বলি দেয়া হবে পূজোর দিন। প্রশাসনের থেকে এই অনুমতি মিলেছে। অন্যদিকে এ ব্যাপারে বলতে গিয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল জানালেন প্রাচীন এই শকুন্তলা রক্ষা কালী মায়ের পুজো আবহমান কাল ধরে হয়ে আসছে। এই পুজো উপলক্ষে কোন্নগর বাসী এক বছর ধরে অপেক্ষা করে থাকেন মায়ের আগমনের আসায়। কিন্তু এবছর যা পরিস্থিতি তাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে পুজোর মূল অনুষ্ঠানটি ছাড়া বাদবাকি সমস্ত ব্যাপারগুলি স্থগিত থাকবে। বসবে না মেলা এবং মানুষদের আগমন ও নিষিদ্ধ করা হয়েছে। নম নম করে পুজো হওয়ায় মন খারাপ কোন্ননগর বাসীদের।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবছর আমাদের মায়ের পুজো ১৩২ বছরে পড়লো । প্রতি বছর মায়ের আগমন উপলক্ষ্যে আনন্দের সারা পড়ে এলাকাবাসীর মধ্যে। কিন্তু এবার এমনি দুর্ভাগ্য, পৃথিবী জুড়ে নেমে এসেছে মারণ ব্যাধির করাল ছায়া । তাই এবার মায়ের কাছে কেবল একটাই প্রার্থনা মা তুমি এই ভয়াল ব্যাধি দূর করে মানুষের ঘরে শান্তি ফিরিয়ে দাও। যাতে আমরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।Related Articles
রাম মন্দির উদ্বোধনের দিনে একাধিক পদক্ষেপ রাজ্য পুলিশের।
কলকাতা, ১৯ জানুয়ারি:- রাম মন্দির উদ্বোধন হবে সোমবার। ওইদিন রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। শুক্রবার বিকালে সব জেলার পুলিশসুপার এবং পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। সেখানে স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ […]
দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই কী বাল্মিকী হয়ে গেল ! দলত্যাগীদের আক্রমণ ফিরহাদের।
হাওড়া , ৩১ জানুয়ারি:- দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই বাল্মিকী হয়ে গেল। বাল্মিকী সকলে হতে পারেনা। মানুষ যাকেই দেখবে সাধু, সে আসলে সাধু নয়। দলত্যাগীদের উদ্দেশ্যে আক্রমণ ফিরহাদের। তিনি আরও বলেন, এতদিন ধরে তারা সরকারে থাকলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন। অথচ এক বছর দু’বছর আগে কিছু মনে হলো না। ঠিক […]
ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জের দেওচড়াই
কোচবিহার , ১৬ নভেম্বর:- ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেওচড়াই। গতকাল রাতে ঘটনাটি ঘটে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানীর বাজার এলাকায়। ওই ঘটনায় দুটি বাইক ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে এলাকা শান্ত রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে। স্থানীয় ও […]